অন্ধ রেলগাড়ি বধির রেলগাড়ি অন্ধ রেল বেয়ে চলছে দ্রুত বেগে
দু-চোখে মরা ঘুম আকাশে মরা মেঘ সঙ্গে মরা চাঁদ অন্ধ আছি জেগে
অন্ধ বগিগুলো ক্লান্ত হয়ে গেছে এগিয়ে চলে তবু অন্ধ প্রতিযোগী
চলছে ট্র্যাক বেয়ে জানে না কোথা যাবে নষ্ট রেলগাড়ি অন্ধ দুররোগী
অন্ধ কাল ধরে নষ্ট রেলগাড়ি চলছে আঁধি ব’য়ে অন্ধ বুকে তার
অন্ধ ফুল দোলে অন্ধ বাঁশরিতে নষ্ট আলো লাগে অন্ধ তারকার
দিয়েছি সঁপে ফল মাংস তারা চাঁদ রুগ্ন কালো হাতে অন্ধ চালকের
অন্ধ জেগে আছি বন্দী হয়ে আছি অন্ধ চন্দ্র ও অন্ধ আলোকের
কেবল ঘুম ওড়ে মাছির মতো কালো অন্ধ দুই চোখে পুঁজের ধারাপাত
অন্ধ রেলগাড়ি জানে না কোন দিকে যাচ্ছে নিয়ে তাকে অন্ধ কালো রাত
কেবল ব্রিজ ধসে কেবলই ব্রিজ ধসে কেবল ধসে পড়ে সাধের যতো
সব কীর্তি পূজনীয় মান্য সভ্যতা অন্ধ কাল ভরে কাকের কলরব।
অন্ধ রেলগাড়ি দীর্ঘ রাত বেয়ে অন্ধ বেগে চলে অন্ধ লাইন্সম্যান
অন্ধ বাতি ধরে অন্ধ এক লোক রুগ্ন আমাদের ভূতলে টেনে নেন
বধির জেগে আছি অন্ধ দুই চোখে ঝলকে ওঠে তবু স্বপ্নশাদা পাখা
জেনেছি রেলগাড়ি আগত ভাঙা ব্রিজে বন্ধ হবে তার অন্ধ কালো চাকা