মাঝে মাঝে বাতাসের গায়ে লেগে থাকে
বৃষ্টির মতো ফোঁটা ফোঁটা জলবিন্দু
আমি সেই বৃষ্টির ফোঁটার সোহাগে শিহরিত হই
সেই সোহাগে অদ্ভূত রোমাঞ্চ আছে স্বপ্ন দেখার
আমি সেই বৃষ্টির সাথে আমার স্বপ্ন দেখার
গল্প করি, ঘুম পাড়ানোর গান করি
সম্পর্ককে লক্ষ্য করি কথায় কথায় সাঁকো গড়ে
দাড়ি,কমার বিরতি ভেঙে ফিরে তাকাতে
মাঝে মাঝে জলের গায়েও লেগে থাকে
হাওয়া-বাতাসের অবাধ্য আদর
আমি বাতাসের সেই ছোঁয়ায় রোমাঞ্চিত হই
সেই ছোঁয়ায় অসম্ভব আকুতি আছে ভালোবাসার
আমি সে বাতাসের সাথে ভালোবাসার
কথা বলি,ভালোবাসার ভাণকে ভুল বলি
স্মৃতিকে লক্ষ্য করি মুঠো মুঠো কাব্য করে
ভালোবাসায় নিঃস্ব হয়েও ভালোবাসায় ফিরে যেতে
তারপর নিজের নগ্নতাকে নিজেই প্রত্যক্ষ করতে করতে
এই জলের আর ভালোবাসার অন্ধ তাড়না ক্রমাগত ।