জানালাগুলো তো উন্মুক্ত ই রাখা ছিল
তবু এতটুকুও আলোর প্রবেশ ঘটলো না ঘরে
তবে কি এখনও ভোর হয়নি?
তবে যে সবাই বলে, ” রাত যত গভীর হয় ,
দিনের আলো তত কাছে। “
তবে কি তারা ভুল বলে!
না কি রাত এখনও অনেক বাকি!
রাতের গভীরতা আমি বুঝবো কেমন করে?
একটু একটু করে সেকেন্ডের কাঁটা সরছে
অথচ ঘন্টার কাঁটা তো এতটুকুও সরছে না।
কেন এমন মনে হচ্ছে আমার!
তবে কি আমি ই ভুল,
আলোর প্রবেশ কি কোনোদিনও হবে না আমার ঘরে!
এ অন্ধকার যে আর সহ্য হচ্ছে না
হঠাৎ একটুকরো আলোর বিন্দু দেখে ছুটে যায়
নাহ্ এ সূর্যের আলো না,এ যে কৃত্রিম আলো!
হতাশ হই!
সূর্য গ্রহণের সময় রাহু সূর্য কে কিছুটা সময় গ্রাস করে,
আর আমার ঘরে কিসের গ্রহণ!
যে কিছুতেই গ্রাস কাটে না।
তাই একটা একটা করে সব জানালাগুলো বন্ধ করে
দিতে চাই,আর কোনোরকম আলোর অপেক্ষা করতে ইচ্ছা করছে না।
থাক; আমার ঘর অন্ধকার!