রাত!
ঘন কুয়াশার চাদরে মোড়া
ওই যে রুপোলি পাহাড়ের চূড়া।
দুটো তারা জ্বলজ্বল করছে আকাশে
দুর্লভ কোনো ফুলের গন্ধ মো মো করছে বাতাসে।
এমন মায়াবী পরিবেশে ছুটছে ছেলেটা
পর্বতের নিচ দিয়ে, কালো নদীর পাশ দিয়ে।
দূরের ওই ছাতিম গাছটার নিচে
তার প্রিয়তমা দাড়িয়ে।
চাঁদের মৃদু আলোয় চক চক করছে,
যেন আকাশের কোনো নক্ষত্র সবে মাত্র খসে পড়েছে।
ছেলেটা দৌড়ে তাকে জড়িয়ে ধরলো।
সময়ের গতি থমকে পড়ল।
রাত,
একটা শেয়ালের ডাক শোনা যাচ্ছে।
জনমানবহীন শূন্য রাস্তায়,
আলোহীন ল্যাম্পপোস্ট গুলো প্রহরীর মতো দাড়িয়ে।
কুয়াশার চাদর ভেদ করে হেঁটে যাচ্ছে কয়েকটা কালো মাথা।
বেশ কয়েকটা দু পেয়ে জন্তু কাধে করে কি যেন বয়ে নিয়ে যাচ্ছে।
পর্বতের অশ্রু নদীর আকারে নিচে নেমে আসছে
প্রকৃতির ক্ষোভ ঝড়ের আকার নিচ্ছে।
আর সেই কালো নদীর পারে দুটো চিতা জ্বলছে ।।