অন্তহীন এই পথে হেঁটে চলেছি বহুবছর ধরে
এই পথ থাকে সবার জীবনে
কেউ দৌড়ায় কেউ হাঁটে আমি হোঁচট খেয়েছি
বহুবার
চেষ্টা করেছি উঠে দাঁড়াবার
কেউ সঙ্গী পায় কেউ হাঁটে একা
সঙ্গী থাকে নিঃসঙ্গতা ।
সঙ্গী জুটেছে আমার সেই কোন উষা লগ্নে
বহু প্রজাপতি এসে ঘর ভরে দিয়েছিল এক আনন্দ
সঘনে
কত পাখি এসে গান গেয়েছিল সেই মহামিলনে
ফসল এল সবকিছু সরে গেলে
ছেয়ে গেল আমার বুক কি এক শূন্যতায় ।
বিবর্ণ এখন । ফিরে গেছে সৌন্দর্য কোন এক
গুহায়
বিচ্ছেদ হয়নি শেষ হয়ে গেছে পরস্পরের প্রতি
অধিকার
শেষ হয়ে গেছে পরস্পরের কুশল জানবার
ফুরিয়ে গেছে পরস্পরের প্রতি বিশ্বাস
এখন শুধু হাহাকার আর বুকের ভেতর
একমুঠো দীর্ঘশ্বাস ।
ফিরে যেতে চাই প্রকৃতির কাছে
সেতো সবাকার
সে তো নিরাকার ।।