যখন সময় তোমার গল্প বলে,
হাতড়ে স্মৃতি অথৈ জলে,
চাতক মাধুকরী মন
তোলে আলোড়ন অন্তরালে,
কিসের ক্ষতি,দুর্গতি
মন হারালে!
মন পিচ্ছিল রাস্তা খোঁজে,বৃষ্টি ভেজে
নির্ভরতা,উর্বরতার স্মৃতির খাঁজে।
অপেক্ষাতে সকাল সাঁজে,
যাই আড়ালে।
কেউ হাত বাড়ালে মন হারালে
খুব সংশয়,পিছুটান ভয়।
কেউ কারুর নয়,
তবু মনে হয়।
তুমি দাঁড়ালে,পা বাড়ালে,
যেন সব কিছু দূর।
বন্ধনে স্মৃতিনন্দনে
সুর সৃষ্টি,শুভ দৃষ্টি
মন ভরপুর।
মিষ্টি সুরের তালে,আবির গালে
ছন্দসুরে কোমড় দোলে।
আবেশে যেই হারালে
আজ এভাবে সরে
দাঁড়ালে!
আলোড়ন
অন্তরালে।