অপেক্ষায় ধৈর্য্য হারালে আশার আশ্রয় হারাবে ।
আশা মুখ ঘুরিয়ে নিলে
সাত মন তেলেও স্বপ্ন নাচবে না ।
যতই চেষ্টার দাঁড়ে ঘামের বন্যা বইয়ে দাও ,
ধৈর্য্যের মুঠি আলগা হলেই
সেই বেড়াল ইঁদুরের গপ্পো শোনাবে
ক্ষমাহীন সময়ের জ্বর ।
বাদুড়ের কালো ছায়ায় ঝুলছে জীবনের নির্জন আয়ু ।
অন্তত একটি মনোযোগী মনের ভরসা চুম্বনে
সরগরম হতে পারে বিস্বাদ শ্রমের শূন্যতা ।
অন্তত একটি শাপলা সকালের টইটম্বুর ভোরে
নেমে আসতে পারে বিশুদ্ধ পথিক বাসনা ।
অন্তত একটি স্নেহান্ধ ক্ষমার চোখে
হাজারো খুঁতের ক্ষতে রিমঝিম রূপালী প্রলেপ ।