অন্ধকারের ভাষা আমার কাছে
দিনের আলোর মতো পরিস্কার,
বরং আলোর ভাষা আমার কাছে
অন্ধকারের চেয়ে দুর্বিসহ কালো।
জীবনমুখি বলে কোন কথা হয় না
এখানেই ভাষার অসহায়তা,
আসলে জীবন নিজেই মৃত্যুমুখি
ভ্রষ্ট আত্মার নষ্ট টেলিস্কোপ একটা।
মানুষ সম্পর্কে আমি খুব একটা
উচ্চ ধারণা পোষণ করি না,
কারণ মানুষ ক্রমশঃ পচনশীল
স্বার্থলোভী একটা ভঙ্গুর যন্ত্র।
যন্ত্রের সঙ্গে মানুষের তফাৎ শুধু
মানুষের কামনা আছে মনে মনে,
যন্ত্রের ভিতরে তা একেবারেই নেই
মানুষ আসলে অন্তঃসারশূন্য যন্ত্রই।