সেই ছোট্ট বেলা থেকেই বাজারের
ব্যাগ হাতে দাদুর সাথে বাজারে যেতাম-
তখন ব্যাগে শুধু শাক সবজি বা নিত্যকার
প্রয়োজনীয় জিনিস পত্র থাকতো!
আরো অনেক কিছুই বাজারে পাওয়া যায়
তা জানতাম বা বুজতাম না –
ধীরে ধীরে বড় হলাম,
বাজার করার নেশাতে ফাঁকা ব্যাগ
নিয়ে মানুষের ভীড়ে মিশে গেলাম,
এদিক ওদিক ছড়িয়ে পরে থাকা
সব অনুভূতি কুড়িয়ে নিলাম –
একদম সস্তায় পেলাম
এক বস্তা ঘৃণা,এক হাড়ি রাগ,
আর এক ঝোলা বিদ্বেষ –
খুব সহজেই পাওয়া গেলো
এক ড্রাম দুঃখ,এক বালতি শোক,
আর ঝুড়ি ভর্তি হতাশা-
বাক্স থেকে উপচে পরা ভয়,
মাটির পাত্রে রাখা লজ্জা
আর কিছু প্যাকেট স্নেহ,
মায়া মমতা তুলে নিলাম!
অনেক খোঁজা খুঁজির পরে
খুঁজে পেলাম এক কৌটা সুখ,
এক ঠোঙা তৃপ্তি,এক থলি বৎসল্য
আর ছোট্ট এক বাক্স শ্রদ্ধা!
এই দারুন টানাপোড়েনের বাজারে
অনেক কষ্টে জোগাড় করলাম
এক বোতল ভালোবাসা
আর ছোট্ট এক শিশি প্রেম!
অভিজ্ঞতার উচুঁ নিচু রাস্তায়
চলতে গিয়ে শুনলাম শিশি আর
বোতলের কাঁচ ভাঙার শব্দ-
দেখলাম বাজারের পুরো
ব্যাগটাই ভিজে গেছে..