বুকে গাঁথা কালো ছুরি অন্তিম শত্রুর, ঘুরি নিরাশ্রয় নানাবিধ পথে
গন্তব্যবিহীন। থামি নি কখনো বিশ্রামের আকাঙখায়, কোথাও জগতে
নেই, নেই অস্রোপম পবিত্র নিষ্পাপ স্থল, মেদিনীর বক্ষদেশে নেই।
অথচ হলুদ এই শোকাকুল মৃত্তিকার পাশে এলে এ-পৃথিবীকেই
পুনরায় পরিসুত শুদ্ধ মনে হয়। কালের অজস্র মাটি জমে বুকে
থামি, যেনো, থেমে আছি সৌরকেন্দ্রে আজীবন বহমান কালস্রোত রুখে।
জ্বলি, কবরের পাশে, তোমার মুখের সেই শৈশবের প্রীতরেখা খুঁজে,
রুদ্যমান স্থির অশ্রুবিন্দু হয়ে, ক্ষয়ে মিশে যাই মগ্ন তোমার সবুজে।