মধ্য তিরিশের অস্থিরতা,
আর পূর্ণ নারীত্বের অবসাদ ।
প্রাত্যহিক অভ্যাসের দাসত্বে,
একঘেঁয়ে দাম্পত্যের দায়বদ্ধতা।
তোমার নির্বিকল্প ঔদাসীন্যে ,
আমার নিরবচ্ছিন্ন অবকাশ।
ঝোড়ো হাওয়ার প্রবল টান,আর
আমার ভেসে যাওয়ার অনিবার্যতা ।
মধ্য তিরিশের অস্থিরতা,
আর পূর্ণ নারীত্বের অবসাদ ।
প্রাত্যহিক অভ্যাসের দাসত্বে,
একঘেঁয়ে দাম্পত্যের দায়বদ্ধতা।
তোমার নির্বিকল্প ঔদাসীন্যে ,
আমার নিরবচ্ছিন্ন অবকাশ।
ঝোড়ো হাওয়ার প্রবল টান,আর
আমার ভেসে যাওয়ার অনিবার্যতা ।