পরিণত মায়ামুকুরে জমা থাকে মিথ্যা প্রবঞ্চনা
আর অতৃপ্ত পরাজয়ের গ্লানি,
অখন্ড অদৃষ্টের দ্বৈরথ সমর নির্বাণ দ্বীপের
জ্যোতিরেখায় ব্যর্থ বীর্যের দোসর খোঁজে,
সম্পৃক্ত ভূমি স্বর্গে পরিত্যক্ত জীবন ভোগ করে,
পাতকের উত্তীর্ণ আয়ুর সীমা ছাড়িয়ে ঊষর ধূলিকণা
আত্মঘাতী অঙ্গীকারে ছড়ায় ঊর্ণাজাল,
প্রতিহিংসা মানে না বার্ধক্যের অপ্রাপ্ত সৎকার,
পূর্বসূরীর অন্ধ অনুসরণ শব্দবন্ধ মননের
জারিত ক্রোড়ে নিভৃতে উত্তাপ ছড়ায়।
উপলব্ধির ক্ষরণে ক্ষতবিক্ষত ক্রুর সর্পিল সময়
ললাট বল্কলের অবৈধ আহবানে সাড়া দেয় নির্নিমেষ ,
মায়াবী চক্রান্তে জরা-বিগলিত অভিব্যক্তি
তুল্যমূল্য ঘাত-প্রতিঘাতে ডুবে মরে
অপভ্রষ্ট প্রপঞ্চের অনিকেত অভিসারে।