অভিজিৎ অধিকারী
লেখক পরিচিতি
—————————
নাম : অভিজিৎ অধিকারী
জন্ম : ৮’ই মে,২০০৫, বনগাঁ, উত্তর ২৪ পরগনা।চলতি দশকের তরুণ কবি। অপটু হাতে লিখে চলেছেন। কাব্যিক ভাবের স্রোত বয়েই লেখালেখি। সামান্য কিছু পত্র-পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে, দীর্ঘ পথ বাকি। নিরলস ভাবে তার এই সাহিত্য ব্রত যাপন চলবে।
লেখকের সৃষ্টি
নিয়তি জলের ঘ্রাণ || Avijit Adhikary
লুপ্তপ্রায় কাদা জলেনিয়তি জলে ঘ্রাণআমার কাছে তুমি হলেঅন্যরকম প্রাণশ্যাওলা মাখা
ফেরা || Avijit Adhikary
নিজের বাড়ির রাস্তা চিনি বলেইহয়তো বাড়ি ফিরে আসি… মোড়, মূর্তি,
নিরাকার || Avijit Adhikary
শামুকের খোলসের চেয়েও পুরুনষ্ট বীজের গুঞ্জনকামট-কান্না সয়েছি ফুসফুসীয় আচরণে এঁকেছি
সারস হৃদয় || Avijit Adhikary
ধূপে, অর্ঘ্যে, নৈবেদ্য জাগ্রত হয়ধাতুবিগ্রহ থেকে বসন্তদূতের মতোছিটকে আসেঅঘোরী নোনা
আশ্রয় || Avijit Adhikary
রুগ্ন আশ্রয়ের নীচেনিয়মিত বেড়ে ওঠেআঙ্গুলের নখ, বারান্দার ঝুল, শ্বেতকন্ঠের ভাল
আনাগোনা || Avijit Adhikary
হাতের তালুর মধ্যে আছে ভিটের গন্ধছায়াদের অসুখঘিরে থাকা শ্যামলতার আকর্ষশোনায়
প্রতিধ্বনি || Avijit Adhikary
শূন্য চক্রবূহ্যের অন্তরালেসোহাগী পলাশ পথ হারায়,ধূসর বিবর্ণতায়উপকূলের সঞ্চয়ে বিরহের প্রতিধ্বনি
ঘাষ || Avijit Adhikary
তিথি ফুরিয়ে আসার আগেইধ্রুবক দেহের জন্য তুলে আনি‘উপাস্যের দূর্বা’ শিশিরে,
পোতাশ্রয় || Avijit Adhikary
দীর্ঘ বাণিজ্যের পথ ধরে হেঁটে হেঁটেঅবশেষে পৌঁছেছি পোতাশ্রয়ের মাইটোকন্ড্রিয়ায় এই
শালিক || Avijit Adhikary
এসো শান্ত হয়ে বসিমিলি শালিকের পিপাসায়ক্লান্তির বাতাবরণেদুপুরটা কাটুক নিরালায়মুক্ত প্রানে
চর || Avijit Adhikary
ওরা ক্ষীন হয়ে ফিরে গেছেআলোর শহরেছুঁয়ে গেছে সচলতাহৃদয়ের গভীরেঅর্ধেক পোড়া
প্রচ্ছন্ন || Avijit Adhikary
ভিনগ্রহী পুরুষের ঘ্রাণহীন রাতেজরায়ুগাত্রে সর্বনাশ ভিন্ন শতাব্দীতে সন্ধ্যার হলুদ শৈবাল
যন্ত্রনাময় উত্তরযুগ || Avijit Adhikary
এক ঋতুকাল জুড়ে জলাতঙ্কের আঁতুরঘরচিহ্নদাহ করা কাঠুরিয়াদের মহাকাশেযন্ত্রণাময় উত্তরযুগ… পরজীবীদের
সন্ধি || Avijit Adhikary
আঁচলের সীমানায় একমুঠো ধানের গন্ধপাটক্ষেতের ছায়ার মতো গহীননিবিড় যাপনে কায়া।চিহ্নহীন
জয়ধ্বনি || Avijit Adhikary
প্রহরগুলো নিস্তব্ধতায় গ্রাসেগভীর অক্ষরের সমষ্টি চরণ ছুঁয়েছেস্বভাবে অস্থিরতাক্লান্তিশয্যায় মেরুদন্ড ঐতিহাসিকের
পরিক্রমা || Avijit Adhikary
ফিরে যাই জন্মের কাছে; সেই যেমেঘজ-পথ বৃষ্টি হয়ে ভিজিয়েছিলসেই অনন্ত
স্বদেশ || Avijit Adhikary
সন্তানহারা মায়ের চোখের জলেবিদ্রোহী হয়েছিল বিপ্লবীরা,আমি দেখিনিঅসংখ্য অজ্ঞাতের প্রানের বিনিময়েস্বাধীনতা
খলনায়ক || Avijit Adhikary
কিছুটা স্বপ্নদর্শী হয়েনোনা দেওয়ালের গা বেয়ে ঝরে পড়াআলকাতরার গন্ধ ছড়ায়বেমালুম
পরমায়ু || Avijit Adhikary
জরায়ুর গভীরেবেড়ে ওঠে নিঃসঙ্গ উচ্চারণসংক্রান্তির ভোরেহৃদয় কাঁপে, জানে পরমায়ু বড়