ভয়গুলোর কোণ জুড়ে ঠাসাঠাসি।
অকূলে কূলের খোঁজে সন্তরণ-পটু মানুষটাও
বেবাক হতবাক।
থরথর স্নায়ুদেশে সোজা শিরদাঁড়াও
অতলতলে তন্নতন্ন সন্ধানের পরেই
এক নতুন অনাবাসী।
ভ্রাম্যমান রক্তচক্ষুরা আশেপাশে তাকায় ইতিউতি,
তেমন শাসানির ফাঁদে রাম বুঝি গেছেন রাজত্ব ছেড়ে,
ছন্নছাড়া হাওয়ার প্রাসাদে পশুদের হুঙ্কারে
কান্নার কোপে প্রেমও ওঠে গুমরে,
বর্বরতার চাষ হেথা-হোথা স্থান-কাল-পাত্র ভুলে
দক্ষতার দুর্গন্ধ খুব ছড়ায়।
সন্ত্রাস দুরুদুরু কলিজায় জাগে।
তখন পাখসাট মেরে নানা অসুখ ছুটে আসে
দূর বহুদূর থেকে,
অসুখের আসুরিক প্রবেশে অশান্তির পরবও
তখুনি ব্যস্ত শুভ মহরতে,
তেমন গুরুর অধার্মিক চক্রে ছুটতে ছুটতে ছুটতে
ক্লান্ত প্রাণীরা দুঃশাসনে ভোগে।