অদ্ভুত সময়ের নিরিখে চরম সংকট সভ্যতার,
অজানা আশঙ্কায় চাপানউতোর চলে মনের ভেতর ,
দলগত কোন্দলের আবর্তে অবরুদ্ধ জনজীবন।
থার্মোমিটারের পারা সংকেতময়!
মানবসম্পদ নিঃশেষ না হয় স্বার্থমগ্নতায় ,
ক্ষুদ্রস্বার্থ ভুলে সহযোগিতা জাগাও অন্তরমন।
অদ্ভুত সময়ের নিরিখে চরম সংকট সভ্যতার,
অজানা আশঙ্কায় চাপানউতোর চলে মনের ভেতর ,
দলগত কোন্দলের আবর্তে অবরুদ্ধ জনজীবন।
থার্মোমিটারের পারা সংকেতময়!
মানবসম্পদ নিঃশেষ না হয় স্বার্থমগ্নতায় ,
ক্ষুদ্রস্বার্থ ভুলে সহযোগিতা জাগাও অন্তরমন।