তোমার প্রতিটি প্রতীকী না না -র নিবিড়ে
গুচ্ছ সম্মতির এক মুক্ত মহাদেশ আছে ।
যেখানে নিরুপায় নিরস্ত নদীর ঊষর ঠোঁটে
কী অনায়াস অভিলাষী মোহনার উর্বর চুম্বন !
মৌলিক মনের মঞ্চে কোনও যৌগিক জট প্লট নেই ।
পৃথিবীজ বাধার বীজেও ফোটে
থোকা থোকা সাহসী মুকুল ।
তোমার নক্ষত্র জলে তোমারই শুক্তি শরীরে
এক শুদ্ধ স্বাধীন মুক্তো ফলে আছে ।
তবু উৎসুক উড়ন্ত মোহন ইচ্ছেরা
শুধু সামাজিক ব্যাকরণ বাণে পরাস্ত হবে ?
নিরুত্তর প্রশ্নের পাখনায় তুমি
রিম রিম বৃষ্টির পাখি হতে পারো ,
পূর্ণ বন্য শ্বাসে বেহিসেবী শিশিরের বান !
এ তোমার এক দৃশ্যমান আশ্চর্য অশোকের নীচে
অসুখী অশৌচের অপটু অজ্ঞাতবাস ।