পঞ্চবিধ পাপের মৃত্যু নেই জেনে
শ্মশানে ডুগডুগি বাজায়
হা-হতোষ্মির দল! ওদের দুটি চোখে
ঘোরাঘুরি অমরত্বের দারুণ জৌলুষ।
দুধে-ভাতে সন্তান হয়ে বাঁচুক
পাপীর চরম সান্ত্বনা, দ্বিগুণ তাতে ছুঁয়ে থাকে অবিশ্বাস্য ভয়াবহ ব্যথাগুলো।
মরণ “তুহুঁ মম শ্যাম সম” কন্ঠে ঝুলন্ত মহার্ঘ নেকলেস, দাপুটে ঝড়ের তুঘলকি কান্ডে বীভৎস ছড়ি নড়ে, মুছে দেয় আঁতুড়-কান্না।
রোমকূপে আর নিঃশ্বাসে সহর্ষ শিহরণে তখুনি
উদোম নর্তনে আত্মহারা রম্ভা-উর্বশীর দল,
সেইসব বেহুঁশ পলক পরপর ছিনিয়ে নেয় আরো অনেক মুহূর্তের উজ্জ্বল সম্ভাবনা।
জানে না তারা, বুঝিবা মানেও না
আঁধার মুছে আলো আরেকবার প্রবেশাধিকার চায় সব ঘেন্না তছনছ করে……।