দেওয়াল জুড়ে মুর্ছিত হোক রঙীন বিজ্ঞাপন
প্রার্থনা আর আজান মিশুক পবিত্র হোক মন।
কফিনবন্দী স্বপ্নগুলো মেলুক ইচ্ছে ডানা
তেপান্তরে হারিয়ে যাবো শুনবো না তো মানা ।
ফ্যাশন প্রিয় ফটোগ্রাফির প্রদর্শনী হোক
মুঠোফোনের সেলফিগুলো ভুলুক গোপন শোক।
স্বৈরাচারী মন হয়ে যাক সুগন্ধময় ধুপ
কঙ্কাবতী রাজকন্যের উচ্ছ্লে পড়ুক রূপ !
শঙ্খচিলের মুক্ত আকাশ আকাঙ্ক্ষিত জয়
স্বাধীনতার মিছিল নামুক শরীর জুড়ে ভয় !
দ্রাঘিমা ধরে হেঁটেই যাবো পাণ্ডুলিপির খোঁজে
সাগর নীলে বিলীন হৃদয় মীরাই শুধু বোঝে ।
বিশাখা স্বাতীর সঙ্গে দেখি অচিন প্রতিচ্ছবি
মানচিত্রে কাব্য লেখায় নিমগ্ন এক কবি ।
বিভাবরীর অঙ্গে সাজে জোনাক জ্বলা রাত
নবীন রবির ঊষার আলোয় নতুন সুপ্রভাত ।