পায়ের ফাঁকে আলগা জমি, অতৃপ্তির কালো বিষবাষ্প চারিপাশে,
অসংলগ্ন ভাবনারা কুরে কুরে খাচ্ছে নীলচে স্বপ্নগুলো।
হাত বাড়িয়ে ধরতে গিয়ে, পূর্ণিমার চাঁদের বুকে গ্রহণ লাগলো বুঝি।
হীরা মানিক ভেবে আগলে রেখেছিলাম আস্তাকুঁড়।
ক্ষতের যন্ত্রনা অসহ্য,
চোখের পাতা ভারী হয়ে উঠেছে অনেক,
আঁশগন্ধ চেতনার পতাকা উড়ছে,
দূরের দেশে দেশে।
নগ্ন নির্জন প্রান্তরে ঘুরে ফেরে বেদুঈন,
দুই হাতের মুঠিতে আবির রাঙা ইচ্ছে,
তবু জোর করে বন্ধ করে দিয়েছি মনের জানালা।
জীবনের ক্যানভাসে আঁকা হয় ছবি,
ভোরের আলো ফুটবে আশায় আশায় পথচলা,
সীমানার বেড়াজাল ডিঙিয়ে একবুক ভালোবাসার কথা বলা।
রামধনুর আকাঙ্ক্ষায় সহ্য করা কাঁটাতারের জ্বালা।
অসংলগ্ন, খামখেয়ালী, নিয়ম বিহীন…..
পথ হারিয়ে…..
দিকভ্রান্ত, অসহায়, নিরুপায় …
আর কাটছে না দিন ….