ঢিলেঢালা ঢেউ -এ নুড়িতেই আছি বেশ
বেশী পেলে , কতো বেশীতে জুড়োবে রিপু !
জানা নেই , ভীরু আধডোবা আশ্রয়ে
চাওয়া ছিঁড়ে গুঁজি আগাম আপোষী রিফু ।
সাহসী সাঁতারে ঘুর্ণির আশেপাশে
ঘুরেছি , আস্ত নদীকে পেলাম কই !
সুখী সময়ের উৎসের স্মৃতি কণা
মাঝ মোড়ে এসে জাবরে আমুদে খই ।
অলকার সাথে মন্দাকিনীর মুখ
চুম্বন শ্রমে ক্লান্ত দেখিনি, দূরে
প্রকৃতির পালে অফুরান ফোটে হাওয়া
মানুষের মেদও বেড়ে যায় মেঠো সুরে।
গড়ানে গড়ানো কিংবা প্লেটূতে থিতু
অথবা অজানা সসীম হড়পা বানে ,
আপশোষ শীষে শ্বাসঋণী সমে, থুড়ি
সংশয়ে খুশী, অখুশীর অভিযানে ।