ঘুরন্ত চক্রের সাথে সাথেই অদলবদলের রঙীন রমরমা !
প্রগতির রামধনূ সামাজিক উল্লাসে পড়ে ঠিকরে,
ঠিকরানোর বাহারে মুগ্ধতাও গড়েছে পাকা বসবাস |
ঐখানে উৎসাহের চলনবলনে পোড়ে রংমশাল,
ঐখানে বীরত্বের ভাবনারা আনন্দে খায় লুটোপুটি,
ঐখানেই যত দোষ-ত্রূটির পেলাম না আভাস |
বুকে ভর দিয়ে উঠে আসা গলদগুলো গেরিলা হয়ে
লক্ষ্যে রাখে আমাদের মেজাজ—
হেঁসেল বুঝি প্রস্তত, এখানেই রন্ধনের নিবিড় বন্ধনে
শিথিল মনগুলোই আসল উপকরণ !
ঐখানেই অন্ধকারের ছায়াপাত অনায়াস-নির্দেশে
ধিকি ধিকি তুলে ধরে রোজ আমাদের অকাজ |
কোথায় লুকোবে মুখ আমার দোসর ?
নিজেদের রক্তের ভেতর মিশে থাকা আঁধার-শোধনে
মিলতেও পারে উচ্ছাসের শুদ্ধ বাসর |
উন্নতির ঘূর্নীপাকে গা ভাসিয়ে চাই না কখনো
দুর্বাসার ঐ ঐ তর্জনীর তর্জন |
তবুও ভ্রমের জোরালো আলিঙ্গনে ফাঁদের অন্দরে
অন্তরের কম্পন মাপি রিখটারে—
অতঃকিম চক্ষু সত্যিই চড়কগাছ !কাঁপা কাঁপা ভিতে
ভূতেরা নিভৃতে বেঁধেছে বাসা আদিখ্যেতার পাহাড়ে ।