চিৎকার করে বলা হয় না অনেকদিন
অজুহাতে , নানান ফাঁকে
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
কম না বেশি ?
ঠিক জানি না তো!!
তুলাদন্ডে মেপে দেখা হয়নি
তবুও ভালোবাসতে বড্ড ভালোবাসি ।
গুরুত্বহীন ভালোলাগা চাওয়া পাওয়া
মান অভিমান অভাব অভিযোগের
সমস্ত ভারী ভারী শব্দগুলো
দিশেহারা আজ হরকা বাণে
বাকরুদ্ধ মরীচিকায় ।
তবুও ভালোবাসি
ভীষণভাবে অঝোর ধারায়
মন কেমনের রাতে ।
ভীষণ রকম আবদারেতে
ভীষণ ভালোবেসে………!!!