স্বাধীনতা তুমি পঁচাত্তরে থেকে ছিয়াত্তরে দিলে পা
কিন্তু ভারতবর্ষ কি সত্যিই হয়েছে স্বাধীন?
পরাধীন ভারতে ব্রিটিশরা করেছে শাসন
এখন করছে শাসন ও শোষণ দেশের মাথাগণ।
রবি ঠাকুর গেছেন লিখে জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা —
এখন হচ্ছে বিদ্রুপ তাদের নিয়ে দেশের জন্য যারা ছিলেন উৎসর্গীকৃত প্রাণ।
পঁচাত্তর বছরে কি দিয়েছো তুমি ভারতবর্ষ?
কিছু রক্তচোষা, সুযোগসন্ধানী রাজনীতির দালাল।
যারা নিয়েছে সর্বস্ব লুটে, কৌপিন ব্যাতিরেকে।
পঁচাত্তর বছরে কি দিয়েছো তুমি ভারতবর্ষ?
স্বজনপোষণ আর ব্যক্তিস্বার্থ চরিতার্থ ছাড়া।
লজ্জাহীন দুকানকাটা মোসাহেবের দল
মাথার ওপর বসে আছে রাম রহিমের দল।
পঁচাত্তর বছর পার করেও তুমি ভারতবর্ষ
দিতে পারোনি তুলে সবার মুখে অন্ন।
পারোনি দিতে সবার জন্য একটা বাসস্থান।
আজও নিরন্ন মুখে ঘুরে বেড়ায় ন্যাংটো মানুষের দল।
পারোনি দিতে তাদের বস্ত্রের আচ্ছাদন।
কেন করব গর্ববোধ তোমার জন্মদিনে?
আসলে তুমি নিজেই হেরো—
বন্দী হয়েছ রাজনীতির নোংরা নাগপাশে।।