হে আমার প্রিয় ঈপ্সিত শব্দমন্ডলী
তোমাদের জন্ম কেবলই আটকে দিচ্ছে
আমারই অবাধ্য আলজিভের আদিম তরবারি
শয়ে শয়ে নির্বাচিত শব্দ সৈনিক অবসন্ন
ঠোঁটের বাঙ্কারে বরফের মতো ভাড়া খেটে যাচ্ছে
অভিলাষী অক্ষরদৃশ্য উচ্চারিত হলে
হয়তো অহিংস হতো যুদ্ধ জাতক
মৃত কবর নগরীর চোখে ফুটে উঠতো
আকাশগঙ্গার আশাবরী নক্ষত্র মঞ্জীর
শতাব্দীর জীবাশ্মশালার ক্রোধে
ঝরে পড়ছে অহঙ্কারী সভ্যতার বিপন্ন পাতারা
বিশুদ্ধ ভালবাসবার অমূল্য অবকাশ
হিরণ্ময় হরিণের পায়ে পায়ে পিছলে যেও না
হে প্রিয় শব্দমন্ডলী জন্ম নাও অনন্ত জিভে
জন্ম দাও বিশল্যকরণী বৃক্ষবোধ
আমি এবং আমি’র আনন্দ সাথী আমরা আসছি