হঠাৎ মনে ইচ্ছা জাগে
হতাম যদি পাখি,
ডানা মেলে যেতাম উড়ে
তেপান্তরের শাখী।
কখনো বা ঘুরতে যেতাম
পাহাড় চূড়ার ধারে,
নিমেষ মধ্যে ফিরে আবার
বসতাম নদী পারে।
জলের উপর ঝলোমলো
রবির আলোক রাশি,
দুচোখ ভ’রে দেখতাম চেয়ে
খেলতাম ঢেউয়ে ভাসি।
নীল দিগন্তে সন্ধ্যা নামে
দূর সীমানা শেষে,
ইচ্ছা করে যাই হারিয়ে
রাত যেখানে মেশে।
পৃথ্বী ‘পরে অজানা সব
নিতাম দেখে সুখে,
নতুন নতুন দেশে ঘুরে
ফিরতাম হাসি মুখে।