স্মৃতি নিয়ে সবাই বাঁচি কষ্ট বা আনন্দের
বৃষ্টির দিনে কচু পাতার ছাতা মাথায় চলা,
জমা জলে লাফানো আর সর্বশরীর ভিজে ফেরা।
দুপুরে তেঁতুল মাখা, কদ্ বেল মাখা
তারিয়ে তারিয়ে চেটে চেটে খাওয়া ।
জানলার শিক ধরে বসে চিৎকারে জানানো
পুতুলের বিয়ে দেবো সইয়ের পুতুলের সাথে।
কাগজ দিয়ে নৌকা বানিয়ে জমা জলে ভাসানো
পাল তুলে যাচ্ছে এঁকে বেঁকে শেষে নর্দমাতে আটকানো,
ভর রোদে মাঞ্জা সূতোয়, ঘুড়ি উড়বে আকাশে,
মনটা যাবে সাথে নিয়ে দূর দূরান্তে পিছে পিছে।
ছেলেবেলার বন্ধু ভালো, ঝগড়া খুনসুটি সব ভালো,
অকারণে চোখে জল আসে পুরানো কথা ভেবে,
মাস্টার- দিদিমণির বকুনি, পড়া না পারা, সব ভিড় করে মনে অকারণে ,
মনে হয় কতদিন কত যুগ পেরিয়ে অন্ধকারে বসে,
ছেলে মেয়ে বিদেশে, স্বামী অফিস ট্যুরে, অঢেল সময়,
এলোচুলে ভাতঘুম দেবার আগে, মনের সিন্দুক খুলে দেখা।
মণি মানিক্যতে ঠাসা, কচু পাতায় জল টলমল
দুটো হাত দিয়ে মুক্ত হাতের তালুতে নেওয়া।
আহা বড়ো সুন্দর সে অনুভূতি, সযত্নে আছে বন্দি।