স্বাধীন মোরা আজকে সবাই
ভারতের এই ভূমে ।
করতে স্বাধীন লাখো সন্তান ,
মরলো মাটি চুমে।
ধ্যান জ্ঞান ছিলো বীর ছেলেদের ,
মায়ের মুক্তি শুধু ।
নইলে জীবন বিফল তাদের ,
ঊষর মরু ধূ ধূ ।
সঁপিল প্রাণ বীর ক্ষুদিরাম,
শত শহীদ সেনা ।
বিনয় বাদল আরো কত ,
যায়নি যাদের কেনা।
ভিজলো মাটি ভূমি হলো ,
তাদের রক্তে সিক্ত ।
হারায়ে বীর ভারতমাতা ,
হলেন সেদিন রিক্ত ।
বিন্দু বিন্দু বীরের রক্ত ,
বিফল হয়নি মোটে ।
তাদের রক্তে মোদের ভাগ্যে ,
স্বাধীনতা জোটে ।
ঝাঁসির রাণী লক্ষ্মীবাই আর ,
গান্ধীবুড়ি মরে।
বোঝালো প্রাণ তুচ্ছ তাদের ,
স্বাধীনতার তরে ।
মনেতে পণ , করবে স্বাধীন ,
দেশকে আপন করে।
কোথায় গেলেন সুভাষচন্দ্র,
চিরদিনের তরে ?
এসো সবাই করবো শপথ ,
আজকে তাঁদের স্মরি।
জীবন দিয়ে স্বাধীনতা ,
রাখবো সদাই ধরি।