এসেছে কেমন সুখের দিন,
বাজে খুশির বীণ,
বাজার করে ব্যাজার-মুখে
নাচ-রে তা’-ধিন্ ধিন্!
কর্তা নাচেন বাজার করে
শূন্যে দু-ব্যাগ তুলে,
গিন্নি নাচেন রান্না ঘরে
বাজারের ব্যাগ খুলে।
গাস-সিলিন্ডার মাথায় করে
নাচেন গৃহ কর্তা,
গিন্নি বলেন, কপালে আজ
বেগুন-পোড়া ভর্তা।
শাক পালং বিকায় এখন
খাট-পালংকের দামে,
আছি আমরা বেজায় সুখে
হীরক রাজার নামে।
ওষুধ পত্রের বাড়ুক না দাম
কমান ওষুধ খাওয়া,
যে কটা দিন না হয় মরণ
থাকুন খেয়ে হাওয়া!
প্রেমানন্দে বাহুতুলে
করুন সবাই নৃত্য,
রাজ-কল্যাণে উপোষ করুণ
থাকবে ঠান্ডা পিত্ত।
বাড়ছে ভাড়া রেলে বাসে
বাড়ুক না যত রেটে,
নেচে নেচে চলুন হেঁটে,
গামছা বেঁধে পেটে।