হ্যালো- কাইশ দাদু ভাইয়া?
তুমি আর আরিয়ানাপু
বাংলাদেশে এলেই-
দীহান ভাইয়া আর দীহানাপুদের
নিয়ে বাঙালিদের স্বপ্নের সেতুু-
পদ্মাসেতু দেখাতে নিয়ে যাবো।
বিশাল বড়ো পদ্মা নদীর উপর স্থাপিত হয়েছে
এ-পদ্মা সেতুটি।
আমরা যখন বাংলাদেশ পাবার জন্য মহান নেতা
জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন করেছি-
তখন মিছিলে মিছিলে শ্লোগান দিয়ে সাড়ে সাতকোটি
বাঙালিদের জাগ্রত করেছি আমাদের নদীর নামে-
“তোমার আমার ঠিকানা-
পদ্মা, মেঘনা, যমুনা।
তুমি কে? আমি কে বাঙালি, বাঙালি।
তোমার নেতা আমার নেতা-
শেখ মুজিব, শেখ মুজিব
জয়বাংলা, জয়বাংলা। “
আঠারো কোটি বাঙালির প্রাণের দাবি-
পদ্মা সেতুর নির্মান।
জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনার উদ্যোগে বাঙালির অর্থায়নে
আজকের এই পদ্মা সেতু।
তোমরা বিদেশ হতে বেড়াতে এলেই-
নিয়ে যাবো মুন্সিগঞ্জের মাওয়ায়-পদ্মারপাড়ে
যেখানে স্থাপিত পদ্মা সেতু।
যতো সম্ভব তাড়াতাড়ি এসে পড়ো বাংলাদেশে;
বাবা-মাকে সাথে নিয়ে।