এড়িয়ে আড়াল খোঁজো কবিতার নক্ষত্র জোব্বায় !
কে করবে সেনসর-সময়ের অনুবাদ
শুভ্র শঙ্খের মতো মুক্ত পালক !
পাখির অসুখ হলে গাছেরও কান্না পায় ।
পুকুর পুড়লে মাছেদেরও রক্ত ঠান্ডা থাকে না ।
যে দল সাজাক চিতা কিংবা কবর
নিহত মানুষ হোক তোমার কবিতা ।
কোন হাত কার কাঁধে
কার টাকা কোন ঘরে
কোন পক্ষ পেয়ে যাবে কখন সুবিধা
এসব হিসেব কষুক শব চানক্য চোখ ।
রঙ নিরপেক্ষ অন্যায়ের বিপক্ষে তুমি ,
তাই তুমি সৎ , তাই তুমি কবি ।
মহান প্রতিভা নামো বাদে প্রতিবাদে ,
তুমি যে বিবেক কবি , তুমি যে অশেষ ।