মানবতা প্রতিষ্ঠায় মহাব্যাধি মানব মনস্বিতায়
ধরিত্রী ধ্বংসের স্পৃহা বিশ্বে বারুদের আমদানি!
সৃষ্টিকে শোষণ করে স্রষ্টার প্রতি বিশ্বের বন্দনা
চেতনার সংকটে চরাচর উপেক্ষিত মেদিনী!
মাটির সুরক্ষায় অসহায় মানবিক মূল্যবোধ
কামনা, ক্রোধের সহায়ক সভ্যতার বুলডোজার!
অণু পর্যন্ত আগ্রাসনের অতিমাত্রিক প্রেষণা
গ্রহীতার গ্রাসে গর্ভাশয় অস্তিত্বের বিকার!
ধারণার থেকে ধ্বংসের আশু উৎপাটন জরুরি
ক্ষমতার থেকে ক্ষয়ের সমাপ্তি সভ্যতার সঞ্জীবনী,
বিশ্বমানব বিশ্বাসের গর্ভজাত পৃথিবীর সন্তান
রক্ষা রক্ষা রক্ষা, রক্ষায় চেয়েছি সূচ্যগ্র মেদিনী।
মৃৎপাত্রে অমৃত পেয়েছি আনন্দময়ীর চরণামৃত
মৃত্তিকা থেকে শুষে নিয়েছি আকণ্ঠ তৃষ্ণার জল,
প্রতিবাদ, প্রতিকারে প্রবুদ্ধ ভূমিলগ্ন পরাক্রম
জগতের আনন্দ নিকেতনে প্রাণের কোলাহল।
মাটির পৃথিবীতে চাইনা কামানের কনকাঞ্জলি
মানবতার অধিষ্ঠানে পরমাণুর অশুভ আস্ফালন!
হৃদয় চায়না হাইড্রোজেন বোমার গর্হিত সন্ত্রাস
পৃথিবীতে নিষ্পত্তি চাই বারুদ, অস্ত্রের প্রতিপালন।
মাটির ক্ষয় আমার মৃত্যুর থেকেও মর্মান্তিক ক্ষতি
আমার অন্তরে কোলাহল পরিব্রাজকের পদচারণা,
মাটির মহানুভবতায় মানব অস্তিত্বে মহাজাতি
ওঠো, জাগো বিবেক, রুখে দাও মাটির অবমাননা।
আমি বিশ্ব ঘ্রাণে শুঁকেছি সোঁদা মাটির পরিমল
মৃত্তিকা রক্ষাই মানবতার পরিশোধিত জাতীয় ঋণ,
সূচ্যগ্র মেদিনীতে বিস্ময় বিশ্ব জাগতিকতা বোধ
অসীম অনন্ত পৃথিবী জেগে থাকে মুক্ত, স্বাধীন।