খোলা আকাশের দিগন্তহীন অনন্ত ঠিকানা,
শৃঙ্খলে বন্দি ডানা মেলা আছে মানা।
অবক্ষয় মনের জানালা ধূসর নিষ্প্রাণ বিবর্ণ,
সাধ্যের অসাধ্য অতিক্রম করে করবে চূর্ণ বিচূর্ণ।
মুক্ত বাতাসে মেলবে পেখম স্বাধীনতার খোঁজে মানে,
বিশ্বাসের ভিত কাঁপে থরথর বাধ্যবাধকতা জানে।
ভার হয়ে আসে ভীরু কম্পিত নিঃশ্বাস,
অবচেতন মনে দানা বাঁধে নিষ্ফল আশ্বাস।
কল্পনায় মন করে অবগাহন মুক্তির অপেক্ষায়,
ডানা কেটে দিয়েছে ছেঁটে জান্তব শিক্ষায়।
কোনো একদিন খাঁচার আগল গেলো খুলে,
পাখির মতো শিশুর মন খেলাচ্ছলে গিয়ে ভুলে।
অন্তরের সখ্যতায় দুটি পেলব হৃদয় হৃদয়ের কথা বলে,
দুটি নধর হাত দিল উড়ায়ে আকাশের পথে জাদুবলে।
খাঁচার পাখি মুক্ত বিহঙ্গ খুশিতে পাগলপারা,
শৃঙ্খলহীন ভয়ডরহীন উড়ানে আনন্দ বাঁধনহারা।