ভেবেছিলাম তোমার জন্য লিখবো,
এক পৃথিবী লিখবো।
আমার কল্পনার জগতে শুধু তোমার বাস
আমার সকল ভাবনা, কল্পনা যা কিছু
একটু একটু করে সঞ্চয় করেছি,
ওগুলো সব আমার ডায়েরীর পাতায়
ফুটিয়ে তুলবো।
তাই বসে পড়লাম কলম নিয়ে,
ঐ যে কলমটা যে আমার ভাবনা গুলোকে
খাতায় ফুটিয়ে তুলতে সদা প্রস্তুত,
হ্যাঁ , আমার সেই প্রিয় কলমটা।
কিন্তু একি! এত সময় পার হয়ে গেল তবু
দেখি ডায়েরীর পাতায় মাত্র কয়েকটা আঁচড়!
কিন্তু এমনটা হলো কেন?
আমার ভাবনা গুলো তো সব তোমাকে ঘিরে
তবে ডায়েরীর পাতায় ওগুলো ফুটে উঠল না কেন!
কলম কি তবে বিশ্বাসঘাতকতা করলো!
কেন করলো ও এই রকম?
শুনে কলম বলে, “রাগ কোরোনা বন্ধু আমার,
আমি যে ইচ্ছা করেই এই কাজ করছি।”
বললাম তাকে, তুমি ইচ্ছা করে করছো!
কিন্তু কেন?
ও তখন বলল আমায়, “তুমি যাকে তোমার কল্পনার জগতে স্থান দিয়েছো, তুমি যার ভাবনায় বিভোর হয়ে
তোমার ভালোবাসার রাজপ্রাসাদ গড়ছো,
তার যে ছিটেফোঁটাও যোগ্যতা নেই
তোমার কল্পনার জগতে বিচরণ করার।
সে তোমার ভালোবাসার রাজপ্রাসাদের জঞ্জাল মাত্র।”
অনেক ভেবে দেখলাম,সত্যিই তো
কলম তো ঠিক কথাই বলেছে।
তোমাকে আমার কল্পনার জগতে রেখে শুধু আঘাতই
পেয়েছি এতদিন।
এখানে থাকার কোনো যোগ্যতা নেই তোমার।
তুমি আমার কল্পনার জগতের জঞ্জাল মাত্র,
যা এতদিন শুধু সমস্যাই বাড়িয়েছে,
সমাধান কিছু হয়নি!
অনবদ্য লেখনী শ্রদ্ধেয়, লেখনী পাঠ করে অনুপ্রেরিত ও আনন্দিত শ্রদ্ধেয় কবি, শুভেচ্ছা ও অভিনন্দন নিরন্তর সুপ্রিয় কবি ✍️✍️✍️??