ছোট্ট খুকি চিরকাল না
থাকে বাপের ঘর,
বড় হলেই বিবাহ করে
যায় যে হয়ে পর।
সমাজ রীতি বিধি এমন
করতে হবে বিয়ে,
শ্বশুর বাড়ি করে আপন
থাকবে সেথা গিয়ে।
পিতৃগৃহে আদর যত
সকল ছেড়ে দিয়ে,
বিবাহ পর বরের সাথে
রইবে খুশি নিয়ে।
কন্যাদের জীবন ধারা
এমনটাই হয়,
বিবাহ দিয়ে পিতা ও মাতা
নিশ্চিন্তে রয়।
কন্যা সুখী থাকলে পরে
মাতা পিতার সুখ,
জামাই মেয়ে নিয়ে তাদের
খুশিতে ভরে বুক।