গুমোট সময়ের থোড় বড়ি শরীর গলিয়ে
কবে পাবো এক নতুন নাতিশীতোষ্ণ
হেমন্তের শীষে শীষে হেমবর্ণ নদী !
বাতাসের মতো বানজারা হতে বড় ইচ্ছে হয় ।
পরজীবী ব্যাঞ্জনবর্ণের অহিংস বিষাদ
ঘিরে আছে নিরুপায় পাঁচালীর অক্ষর শ্বাস ।
এই তো পেতেছি আয়ু , জীবন জহ্লাদ
বহুগামী বাহুল্য মেদ কেটে
বের করো সাজানো কঙ্কাল ।
সভ্যতার শেষ কৃত্রিম কবিতার
পালক পরিধি ছেড়ে
আমি একবার প্রথম জোনাক- জ্যেৎস্নায়
বল্কল বালকের মতো নির্ভার আনন্দে
ঝিরঝির বেঁচে নিতে চাই ।