ধিকধিকিয়ে জ্বলছে প্রদীপ
সাঁঝের সামীয়ানায় ,
অন্ধকারের উৎস চিরে
আলোকবর্তীকায় ।
ভালোবাসা আজ করেছে যাপন
শ্রাবণ মেখেছে গায় ,
ফোঁটায় ফোঁটায় ভাঙছে শেকল
লাল নীল জোছনায় ।
একরত্তি আবেশ যত
মাতাল দামাল হাওয়ায় ,
তোর পরশেই নিষ্প্রাণ দেহ
হয়েছে জ্যোতির্ময় ।
ধিকধিকিয়ে জ্বলছে প্রদীপ
সাঁঝের সামীয়ানায় ,
অন্ধকারের উৎস চিরে
আলোকবর্তীকায় ।
ভালোবাসা আজ করেছে যাপন
শ্রাবণ মেখেছে গায় ,
ফোঁটায় ফোঁটায় ভাঙছে শেকল
লাল নীল জোছনায় ।
একরত্তি আবেশ যত
মাতাল দামাল হাওয়ায় ,
তোর পরশেই নিষ্প্রাণ দেহ
হয়েছে জ্যোতির্ময় ।
Powered by WordPress