আদি অনন্ত কাল ধরে এই পথ চলা,
একটু একটু করে দূরে সরে গেছে সময় কালের অতল গহ্বরে,
পাথরের খাঁজে খাঁজে সুপ্ত আছে তার নিদর্শন।
তার খোঁজ রাখে কতজন!
সময় কখনো থমকে দাঁড়ায় না,সে তার নিয়মেই চলে,
সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে পৌঁছে গেছি অনেকটা দূর!
পিছন ফিরে তাকাবার অবকাশ নেই,
উপায়ও নেই।
তাই, শুধু চোখের সামনে দিগন্ত বিস্তৃত পথ!
যার শেষ কোথায় কেউ জানে না,
জানে শুধু চলতে হবে সময়ের হাত ধরে,চলছিও।
হঠাৎ যদি কখনো মনে হয় পিছনের দিকের কথা,
পিছনে ফেলে আসা সময়, মানুষজন,পথ ঘাট
তারা ঠিক কেমন আছে তোমাকে ছাড়া!
দেখবে কেউ নেই, কিছুই নেই তোমার পিছনে।
শূন্য প্রান্তরে শুধু তুমিই একা!
অবিশ্রান্ত ছুটে চলেছ।