শূণ্যতার আবাস ছেড়ে সামনের দিকে
এগোতে এগোতে এগোতে
ওই যে আলো!
আলোর বিচ্ছুরণে চোখ ধাঁধিয়ে গেলে
হে পথিক, বিভ্রান্তির আশ্রয় নিও না স্মরণে।
আরোও অনেক অনেক শূন্য ওঁৎ পেতে
ফাঁদ পেতে দিব্যি হাজির অন্তরালে।
সাবধানী মনন আপনাআপনি কত সমস্যার মোলাকাতেও দারুণ দৃঢ় অবিচল।
কিভাবে ফাঁকা ফাঁকা নশ্বর পৃথিবীতে
খোঁজা যায় বেঁচে ওঠার রসদ,
দূরীভূত সামনে হাজির সব কালো।
এভাবে শূন্যতার মাঝে মরুদ্যানের হাতছানি
ভালবাসতে জানে অসুস্থ প্রাণকে,
এমন ভালবাসা যেন মৃতসঞ্জীবনী সুধা –
পরতে পরতে শুধু শুধুই জীবনের গান।
রিক্ততাকে পরাস্ত সৈনিকের মতন অবহেলায়
দু পায়ে মাড়িয়ে আরো এগোতে পারি,
আরো ভরাট মুগ্ধতায় ভাসি আতান্তরে।