আজ সারারাত সারাদিন কিছু না খেয়েই আছি
কিছুই খাইনি
জলও স্পর্শ করিনি
ভোর সাতটা থেকে বাইরে রয়েছি
এখন রাত দুটো
আঠারো ঘণ্টা টানা কাজ করে যাচ্ছি
ভেবেছিলাম মরে যাব, তবুও মরিনি
না খেয়ে থাকলে কেউ মরেনা
আজকাল মানুষ খেয়েই মরে
না খেয়ে কেউ মরেনা
একসময় মানুষ অনাহারে মারা যেত
এখন সবাই খেয়েই মরে
আমি ওরকম খেতে পারিনি
তাই এখনো মরতে পারিনি
আমি খেয়েও মরতে চাইনা
না খেয়েও মরতে চাই না
আমি আমার নিজস্ব গতিতে চলতে চাই
এ গতি সকলের জন্য নয়
এ গতিতে বেগের চেয়ে আবেগ বেশি
আবেগের চেয়েও বিবেক বেশি
এখানে চাওয়া পাওয়া খাওয়ার কোন স্থান নেই
আমি অনাহারের সাধক নই
আমি কোন মতে কিছু খেয়েই বাঁচতে চাই
আমি এক্ষুণি ভাত খাব
পরিমানের চেয়ে অতিরিক্ত কিছুই খাবো না
প্রাণ বাঁচাতে আমি খাবার খাই
মন বাঁচাতে আমি ——-
সততা,ভালবাসা——-
গর্বিত অনুভব,দেশপ্রাণ এগুলো খাই
প্রাণ বাঁচানোর পাশাপাশি মন বাঁচানোর লড়াই করতে হবে
মনের খাবার মনেই আছে
তাকে খুঁজে বের করে আনতে হবে।