এক যে পাঠক লেখক দেখে
নমস্কার সে করে,
ভ্রুক্ষেপ তাকে না করে সে
চলেন গর্ব ভরে।
পাঠক বলে, তাঁকে ডেকে
গর্ব কিসের স্যার,
পাঠক আছে বলেই না
দাম পাচ্ছেন লেখার।
লেখক বলেন, আমি হলাম
পাঠকের ভগবান,
পাঠকরা সব মনে রাখে
লেখকের অবদান।
পাঠক বলে, ঠিক বলেছেন,
ঠিক বলেছেন স্যার,
পাঠক আছে বলেই কি না
নাম হয় আপনার?
ভক্ত আছে বলে তাই যে
পূজা পান ভগবান,
ভক্তের জন্যে ভগবান পান
তাঁর প্রচার,সম্মান।
লেখক তাঁর ভুল বুঝতে পেরে
পাঠকের কাছে ক্ষমা চান,
লেখক পাঠক অঙ্গাঙ্গী যে
সম্পর্ক অবদান।