সূর্যের রং লাল
আকাশের রং লাল
আবিরের রং লাল
জবার রং লাল
সিঁদুরের রং লাল
আলতার রং লাল।
রামধনুতে আছে লাল
মাটির রংও লাল।
লাল পাড়ের শাড়ি হয়
কলমের কালিও লাল হয়।
মানুষের দেহের রক্ত লাল
পশুরাজের দেহের রক্ত লাল।
আরও কত কিছু লালে লাল
ভগবান মানুষ রূপ ধরলে তাঁর দেহের রক্তও লালে লাল।