পশু পাখি সরলমনা
মুখোশ তোলা থাক।
অন্তর ভালো নন্দে থাকে
ফল মূল খাওয়া যাক।
মানুষ রূপী মুখোশধারী
সদাই ধরে ভেক,
অন্তর কালা জিভে মধু
কালো মনের ঠেক।
নানান মুখোশ রথের মেলায়
বিক্রী করে ভাই,
পশু পাখি রাক্ষস মানুষ
হরেক মুখোশ চাই ।
পশু পাখি সরলমনা
মুখোশ তোলা থাক।
অন্তর ভালো নন্দে থাকে
ফল মূল খাওয়া যাক।
মানুষ রূপী মুখোশধারী
সদাই ধরে ভেক,
অন্তর কালা জিভে মধু
কালো মনের ঠেক।
নানান মুখোশ রথের মেলায়
বিক্রী করে ভাই,
পশু পাখি রাক্ষস মানুষ
হরেক মুখোশ চাই ।