চলছে উৎসব মহাধূমধাম
গাইছে সবাই জগবন্ধুর নাম।
প্রভু স্বয়ং শ্রী জগন্নাথ
তিনি ই মানব দেহরথ।
প্রভু চলেন দু’শো ছয় কাঠে তৈরী রথে
দু’শোছয় হাড়ে মানবদেহ চলে সেই পথে।
প্রভুর রথ গতিকে হারায় ষোল চাকায়
ষোল ইন্দ্রিয় মানবকে চলতে শেখায়।
রথের রথীকে ভাব যদি মনোরথী
বুদ্ধি যেন তবে রথেরই সারথি।
স্বয়ং ঈশ্বর ই এই রথের দেহ
এই সার সত্য জানে কেহ কেহ।