আর কত রক্ত চাও তুমি?
হ্যাঁ , আমি তোমাকেই বলছি-
ভালো করে চেয়ে দেখো-
চৈত্রের ঐ সবকটা দগ্ধ পলাশে লেগে আছে খুব চেনা সেই রক্তের দাগ।
চাইলে সে দাগ মুছে নিতেই পারো তুমি…
তারপর গেঁথো মালা..
সব রঙ ঝরে গেলে পড়ে থাকে ধূসরতা…
আর সব রক্ত ঝরে গেলে নেমে আসে নৈঃশব্দ্য।
যেমন করে রাতের ডাকে নিঃশব্দে শিশির ঝরে …
শীতের ডাকে ঝরে যায় পাতা..নিঃশব্দে…
তেমন করে ঝরে যাক সময়ের রঙ-
শব্দে গাঁথা স্বরলিপি-
প্রাণের খুন হলে পড়ে থাকে জড়তা…
আর হৃদয়ের খুন হলে পড়ে থাকে নৈঃশব্দ্য!
অসীমের স্তব্ধতায় ডানা ঝাপটে উড়ে যাক গাংচিল..
দূরে… অনেক দূরে…