একটা সকাল-
যোগাসনের মধ্যে দিয়ে
বড্ড সবুজ ও সুন্দর হয়ে ওঠে।
মনের বন্ধ জানলা ভেঙে –
আমরা মুঠো মুঠো আকাশ পেড়ে আনি,
সেখানে ঘুড়ি যেন পাখি হয়ে গান শোনায়।
শরীরের যাবতীয় জড়তা কাটিয়ে আমরা
দুরন্ত মৃগ হই,-
মেতে থাকি নব সৃষ্টির উল্লাসে।
পৃথিবী বুনতে বসে ক্লান্তি এলে, পিছিয়ে যায় সভ্যতা।
তাই
আগামীর স্বপ্ন আঁকা শেষ হলে,
বাস্তবের রঙতুলি ঠেকিয়ে আমরা এগিয়ে যাবো
মন দেহের রোগহীন যাপনের দিকে।