আসছি; আসছি; আসছি আমি আগামী রবিবার
আপনাদের সম্মুখে উপস্থিত হব আবার
যদি পাই সুযোগ একটি কবিতা করবো পাঠ
বড় করে তুলতে হবে আমাদের হৃদয় ও মন
তুলতে হবে বড় করে আমাদের খেলার মাঠ।
সাহিত্যের সাথে কবিতার মাঠে আমি ছুটে যাই
চোখ বন্ধ করে মানবের স্বার্থে কলম চালাই
কোন কথা কোথায় লিখতে হবে, বলতে হবে, আমার জানা নাই
দেশের কথা; দশের কথা; বলতে ও লিখতে আমি অন্ধ হয়ে যাই
কখনো কখনো এখনো কেউ কেউ আমায় জানায় আমন্ত্রণ
অধিকাংশ কবি সাহিত্যিকেরাই ——
আজ আমাকে কবিতা লিখতে করছে বারণ
তবু আমি লিখে যাই ; অন্ধ হয়েই কলম চালাই
কথার কথা না বলে বাস্তবতাতেই পা বাড়াই।
অভিভূত হয়ে যখন দেখি আমায় করছে কেউ আমন্ত্রণ
যশের আনন্দে নেচে উঠে তখন আমার মন করে ভ্রমণ
রাগ অনুরাগ; মান অভিমান; সবই ভুলে যাই তখন
ফুলের পরশে মনের হরষে নিজেরে বিলাই এখন।
আমি থাকবো এভাবেই তোমাদের মাঝে
হাসবো গাবো;প্রতিবাদে;বিপ্লবে সামনে থাকবো সকাল সাজে
মানুষের দেয়া কবি শব্দটার রাখতে চাই সম্মান
শব্দের সাথে পথ হেঁটে গিয়ে সময়কে করব প্রমাণ
যারা বলেছিল, যারা চলে গেল, যারা ছিল মহান।