কেষ্টপুরের রাজাবাবুর
হলো যমজ ছেলে,
একটি সাদা একটি কালো
ডাকে বিলে কেলে।
ওদের চুলের বাহার দেখে
মনে হচ্ছে কবি,
কালো হবে দুখু মিঞা
সাদা হবে রবি।
খিলখিলিয়ে হাসি শুনে
সবাই ডাকে বাঁশি,
আরেকটা যে ছিঁচকাঁদুনে
বাজছে যেন কাঁসি।
মুখেভাতের পরেই ওদের
ফোটে কথার বুলি,
অনর্গল তো কথা ছোটে
ঠিক বন্দুকের গুলি।
পড়াশোনায় বেজায় ভালো
খেলাধুলাও করে,
ডিবেট করে পুরস্কার পায়
মেডেল ভর্তি ঘরে।