এখনও যে মন বোঝা বাকি
পায়ে খিল , মনেও কি ধরে ?
অজান্তে ভুল উড়ে বসে
রক্তের নীল চরাচরে ।
যতদূর হেঁটে গেলে সুর
থিতু কথা গান হয়ে ঝরে ,
ততদূর ? তার ঠিক আগে
ছুঁই ছুঁই সংশয় নড়ে ।
সম-মন মনে মনে হাসে
তাদের কি সব কথা জানি ?
অজানার ফুল ফোটে ভোরে
বাকি রাত জীবনের ঘানি ।
ঢেকে রাখে বহু বহু মুখ
কুয়াশার চাঁদোয়ার তল ,
আঁধারের দৃষ্টি সরালে
সেই সব স্বপ্ন সফল ।