নিক্তিতে মাপি রোজ স্বপ্নের পরিধি,
অলীক কল্পনায় আঁকিবুঁকি লিখেছি অগুনতি বার,
যেদিন থেকে নিজের ছায়াকে ভয় পেতে শুরু করেছি-
নিজেকেই আর দেখা হয়নি চোখ মেলে…..
ঋতুর অতিক্রম পথে ইচ্ছেগুলো ছিল উপেক্ষিত ,
জ্বলে পুড়ে ভিজে শুকিয়ে হয়ে গেছে তামাটে ,
মনের গভীরের নৈর্ব্যক্তিক যন্ত্রণা নীল বেদনায় হয়েছে দিশেহারা,
উচ্ছ্বাসী উৎসমুখ হয়ে গেছে তামাদি ।
ক্ষত লুকিয়ে রাখি সন্তর্পণে সুনিপুণ বাহারী মোড়কে,
ব্যতিব্যস্ত সময় এগিয়ে চলে নিখুঁত উচ্চারণে,
মৌনব্রতে কাটে দুঃসময়ের নির্লিপ্ত প্রহর….
বিভ্রম কালবেলা কড়া নাড়ে মিথ্যে আশ্বাসে,
আমার স্বপ্নবাজ বাউন্ডুলে মন ছুঁতে চায় ভুল সীমানা,
দুচোখের পাতায় ফের ভীড় করে ছোঁয়াচে বসন্ত……..