তোমার সময় -সম পেতে
আগামী জন্মে যেতে যেতে
ব্যস্ত বাতাসে কানামাছি
বুড়ি -ছোঁয়া দূরত্বে আছি ।
পাবো পাবো বোধ থাক বেঁচে
চাতক চাওয়ায় উঠি নেচে ,
ভাবনার মূলে মেঘ ঢালি
বৃষ্টিতে ভেসে যাই খালি !
চাওয়ার ভাবনা পোষা বুকে
তা দেওয়ার আনন্দ সুখে
মেতে আছি , মজে যাবো কাল
আঁধারের বিরহে সকাল ।